সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সহ-অধিনায়ক আইচ মোল্লা বাংলাদেশ বনাম আফগানিস্থানের বিপক্ষে সেরা খেলোয়ার নির্বাচিত হওয়ায় ভাষা শহিদ রফিক স্মৃতি ক্রিকেট একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌর মেয়র ও ভাষা শহিদ রফিক স্মৃতি ক্রিকেট একাডেমীর সভাপতি আবু নাঈম মো. বাশারের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি আব্দুস ছালাম খান, বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সহ-অধিনায়ক আইচ মোল্লা প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান দুলাল, আ’লীগ নেতা মফিজুল ইসলাম বাদশা, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র সমেজউদ্দিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেনজীর আহম্মেদ সোহান, সিংগাইর ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক লিটন, ক্রিকেট কোচ আল-মামুনসহ ভাষা শহিদ রফিক স্মৃতি ক্রিকেট একাডেমির কচি-কাচা ক্রিকেটারবৃন্দ।
অনুষ্ঠান শেষে ক্রিকেটার আইচ মোল্লাকে ক্রেষ্ট ও পৌর মেয়র আর্থিক উপহার তুলে দেন।