নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় গণহারে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা ডা. জসিম উদ্দিন । মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় দোহার উপজেলাতেও গণহারে এই সুযোগ প্রদান করা হয় ।
এসময় উপজেলার ৯ টি কেন্দ্রে প্রায় ১৪ হাজার কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয় । সঠিকভাবে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিনা, প্রতিটি টিকা কেন্দ্র মনিটরিং করছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ ।

এএফএম ফিরোজ মাহমুদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে সরকার প্রধানের নির্দেশ যেন দেশের সকল জনগণ সহজে বর্তমান প্রানঘাতি মহামারি করোনা ভাইরাস ভ্যাকসিন সহজে গ্রহন করতে পারেন । এই নির্দেশনা পালনে উপজেলা প্রসাশন মাঠ পর্যায়ে কাজ করছেন । এসময় তিনি প্রত্যেককে অবশ্যই মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করেন । স্বাস্থ্য বিধি মেনে চলুন , করোনা প্রতিরোধ গড়ে তুলুন ।