নিজস্ব প্রতিবেদক: সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলার দোহার উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সায়েম। গত ১৪/১০/ ২০২৪ ইং তারিখে আইন বিচার ও সংসদীয় বিষয় মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা জজ কোর্টে জিপি, এজিপি, পিপি, এ পি পিসহ বিভিন্ন পদে রাষ্ট্রীয় মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য আইনজীবী নিয়োগ প্রধান করা হয়েছে। এডভোকেট মুজাহিদুল ইসলাম সায়েম কে সিনিয়র সহকারী জজ কেরানীগঞ্জ আদালতে রাষ্ট্রীয় সম্পত্তির মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তিনি ঢাকা জেলার দোহার থানাধীন ঐতিহ্যবাহী বানাঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম শেখ জুলহাস উদ্দিন মাতার নাম সিরতাজ বেগম, তারা সর্ব মোট তিন ভাই দুই বোন, তিনি ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়ে শেষ করে বাংলাদেশ নর্দান ইউনিভার্সিটি থেকে আইনের উপর ডিগ্রী নিয়ে আইন পেশায় নিয়োজিত হন। ছাত্র জীবনে তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন এবং জাতীয়তাবাদ আইন ছাত্র ফোরাম ঢাকা জেলার সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের ত্রান ও পূনর্বাসবিষয়ক সম্পাদক এবং বৃহত্তর ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
এই বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, আমার উপর রাষ্ট্রীয় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। তিনি এলাকা বাসীর দোয়া কামনা করেছেন।