ট্রাম্প মনে করেন, তার কাছ থেকে কারও শরীরে এই রোগ ছড়াতে পারে না
নির্বাচনী সমাবেশ পুনরায় শুরু করতে প্রস্তুত আছেন বলে জোর দিয়ে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এমন কথা বলেন তিনি।
হাসপাতালে তিন দিন থাকার পর সোমবার ছাড়া পেয়ে ফক্স বিজনেসের সঙ্গে প্রথম টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘আমি ভালো বোধ করছি। আসলেই ভালো। আমার মনে হয় চমৎকার আছি।’’ তিনি মনে করেন, তার কাছ থেকে কারও শরীরে এই রোগ ছড়াতে পারে না। ট্রাম্পের চিকিৎসক জানিয়েছেন, রোগ থেকে মুক্তি পেতে তিনি থেরাপির কোর্স সম্পন্ন করেছেন।
ভাইরাস থেকে রক্ষায় সামরিক হাসপাতালে ট্রাম্পকে পরীক্ষামূলক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে সোমবার ফেরার পর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। তবে হোয়াইট হাউজ থেকে বানানো কয়েকটি ভিডিওতে দেখা গেছে।
বৃহস্পতিবার ট্রাম্পের চিকিৎসক নেভি কমান্ডার শন কনলি বলেন, প্রেসিডেন্ট শনিবার নিরাপদে জনসম্মুখে ফিরতে সক্ষম হবেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চার সপ্তাহেরও কম সময় বাকি থাকায় ট্রাম্প এখন তার নজর পুরোপুরি নির্বাচনের দিকে দিতে চাচ্ছেন। গত ১ অক্টোবর সস্ত্রীক করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































