রাজধানী ঢাকার হাতিরঝিল সড়কে উল্টোপথ দিয়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ও অভিনেতা বিল্লাল মাহমুদ (২৮) গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে রাজধানীর হাতিরঝিল সড়কের ২নং সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত বিল্লালকে প্রথমে নিয়ে যাওয়া হয় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত বিল্লাল ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি প্রিয়বাংলা নিউজ ২৪ এবং সাপ্তাহিক প্রিয়বাংলা পত্রিকায় কর্মরত। এছাড়া তিনি ছোট ও বড় পর্দার একজন অভিনেতা। রাজধানীর মিরপুর-১১ তে থাকেন তিনি।


Reporter Name 























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































