ঢাকার দোহার উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। রবিবার রাত ১১ টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার মূল সদরসহ মৈনটঘাটের জেলেদের মাঝে ও মাহমুদপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্র শ্রেণির মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে এ কম্বল বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, এই শীতে খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ নি:সন্দেহে তৃপ্তিদায়ক। তাই তাদের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ালাম। তাদেরকে এই প্রচন্ড শীতে কম্বল দিতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। তিনি আরো জানান, পর্যায়ক্রমে আরো কম্বল বিতরণ করা হবে। এ সময় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও হতদরিদ্র মানুষকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
এদিকে এই কনকনে ঠান্ডায় শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাসফিকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।