নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাস যৌথভাবে মোকাবিলার অংশ হিসেবে বাংলাদেশকে দেওয়া ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স যশোরের বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছে। শনিবার সকাল ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর হয়ে অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে আসে। বেনাপোল স্থলবন্দরের আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় পৌঁছাবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরে এসেছিলেন। তখন স্বাস্থ্যসেবা উন্নয়ন, বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন। বেনাপোলে যে ৩০ অ্যাম্বুলেন্স পৌঁছেছে, সেগুলো তারই অংশ। বাকিগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে। এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুবিধা থাকছে এতে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম বলেন, ভারত থেকে আসা ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার সকালে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের নামে অ্যাম্বুলেন্সগুলোর ছাড় করাতে ‘উত্তরা মোটরস’ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। কাস্টমসের অনুমোদন পাওয়ার পর বন্দরের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।
বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার নেয়ামুল ইসলাম বলেন, রোববার কাস্টমস থেকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেওয়া হবে। এরপর অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় যাবে।