মানিকগঞ্জের সিংগাইরে মালেশিয়া প্রবাসী স্বামীর সাথে অভিমান করে জান্নাতি(২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানাগেছে। বৃহস্পতিবার(২ অক্টোবর) রাত দেড় টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ব খাশেরচর গ্রামে শ্বশুর বাড়ি এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতি ঐ এলাকার রহুল আমিনের স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলা বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানাযায়,মালেশিয়া প্রবাসী রুহুল আমিনের সাথে স্ত্রী জান্নাতি রাতে ভিডিও কলে কথা বলছিলো। হঠাৎ মোবাইল ফোনে কথা কাটাকাটির এক পর্যায় শ্বয়ন কক্ষের রুম বন্ধ করে ভিডিও কলে ফাঁস নেয়। এ সময় প্রবাসী রহুল আমিন বাড়িতে ফোন করে বিষয়টি জানান। বাড়ির লোকজন গৃহবধূকে ডাকাডাকি করলে ভিতরে কোন সারা শব্দ না পেয়ে তাদের ডাক-চিৎকারে পাশের বাসার আমিনুর ও নুরুন্নাহার এগিয়ে আসে। তারা এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। এ সময় জান্নাতিকে শ্বয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ও মৃত দেহ নিচে নামিয়ে ফেলে। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে মর্গে প্রেরণ করেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।