ঢাকার দোহার উপজেলায় মানবাধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার জয়পাড়া থানার মোড়ে বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে নববাংলা পত্রিকার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন অন্তরের সঞ্চালনায় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন ও উদ্বোধক ছিলেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাতুল ইসলাম জিন্নাহ। এ সময় প্রধান অতিথি মো. আলমগীর হোসাইন ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী এবং ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দরা হলেন- আব্দুল মালেক খান, অ্যাড. ইউনুস আলী রানা, মাহাবুবুর রহমান টিপু, আতাউর রহমান সানী ও মো. ইসমাইল হোসেন।
নবগঠিত কমিটিতে স্থান পাওয়া সদস্যবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মো. আমিনুর রহমান, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খুবায়ের হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি আক্তার, কার্যকরী সদস্য আ. শাহীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. সাইদুল হক, দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজীব, দপ্তর সম্পাদক নাজনীন শিকদার, কোষাধ্যক্ষ শরীফ হাসান, ক্রীড়া সম্পাদক আল-আমিন হোসেন, সাংবাদিক আব্দুর রাহিম, ফয়সাল খানসহ আরো অনেকে। পরিচিতি সভায় মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য কমিটির সদস্যবৃন্দ সবার সহযোগিতা কামনা করেন।