একমাত্র ছেলে সায়ান এফ রহমান ও স্থানীয় নেতা কর্মীদের নিয়ে ঢাকা-১ আসনের মনোনয়ন জমা দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্পও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বুধবার বেলা ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. মতিউর রহমানের নিকট এবং একই দিন বেলা দেড়টার দিকে দোহার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোবাশ্বের আলমের নিকটও মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, সরকার অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে। সরকারের উন্নয়নমূলক কর্মকা-কে প্রশ্নবিদ্ধ করতে কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছেন না।
সালমান এফ রহমান আরও বলেন, আমি শতভাগ আশাবাদি দোহার-নাবগঞ্জবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এই আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যে সকল রাজনৈতিক সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকে সাধুবাদ জানাই। যারা করেনি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না।
দোহার-নবাবগঞ্জে মনোনয়ন দাখিলের সময় ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা আওয়মী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাধারণ স¤পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, দোহারের নুরুল হক বেপারী, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।