ঢাকার নবাবগঞ্জ উপজেলার নিজ এলাকায় সংবর্ধনা দেওয়া হয়েছে সদ্য সাফ জয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াকে। রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে প্রথমে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সুমাইয়ার মা মাতসুশিমা তোমোমি ও তার বাবা মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, সমগ্র বাংলাদেশ যেভাবে খুশি হয়েছে ঠিক তেমনিভাবে আমরাও তার চেয়ে বেশি খুশি হয়েছি। কারণ, সুময়াইয়া এই নবাবগঞ্জেরই সন্তান। আমরা ছোট পরিসরে সুমাইয়াকে সংবর্ধনা দিয়েছি। আগামী জানুয়ারিতে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে বড় ধরনের একটি টুর্নামেন্টের আয়োজন করা হবে বলেও জানান এই নির্বাহী কর্মকর্তা।
পরে একই দিন দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও মাতসুশিমা সুমাইয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। প্যানেল চেয়ারম্যান লিটন হোসেনের সভাপতিত্বে সকল ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় প্যানেল চেয়ারম্যান লিটন হোসেন বলেন, সুমাইয়া আমাদের ইউনিয়নের সন্তান। সুমাইয়ার এই কৃতিত্ব আমাদের গর্বিত করেছে। আমরা আশা করবো সুমাইয়াকে দেখে যেনো আমাদের সন্তানরা শিক্ষা নেয়।
সুমাইয়ার বাবা মাসুদুর রহমান বলেন, আমার তিন সন্তান। সুমাইয়া দ্বিতীয়। ২০২৩ সাল থেকে সে বাংলাদেশ নারী ফুটবলার হিসেবে খেলছেন। আমার বাকি দুই সন্তান জাহিদ জার্মান ক্লাবে এবং ওমর ফারুক অস্ট্রেলিয়ার ক্লাবে খেলছে।