স্টাফ রিপোর্টার: ধর্মীয় সম্প্রতি বজায় রাখা ও যথাযথ ভাবগাম্ভীর্যের সহিত দোহার প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর দোহার প্রেসক্লাবের আয়োজনে উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজীব, তিনি বলেন দোহার প্রেসক্লাবের সকল সদস্য অদূর ভবিষ্যতে প্রেসক্লাব থেকে কম-বেশি সম্মানি পাবেন এবং পাশাপাশি অন্যান্য ভাতার ব্যবস্থা করা হবে। প্রেসক্লাবে একটা পাঠাগার স্থাপন করা হবে। সরকারি বিভিন্ন দপ্তরে প্রেসক্লাবের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, প্রেসক্লাবের জন্য বরাদ্দকৃত অর্থ এখন থেকে প্রেসক্লাবে আসবে৷ শুধু প্রয়োজন আমাদের সকলের ঐক্য।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি মো: অলি আহম্মেদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, সহ-সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, কোষাধ্যক্ষ শরীফ হাসান, দপ্তর সম্পাদক নাজনীন শিকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ। সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু বলেন, আমরা আজ দোহার প্রেসক্লাবকে নতুন করে পেলাম, দোহার প্রেসক্লাব হবে আইসিটি সুযোগ সুবিধা সম্পন্ন আধুনিক একটি প্রেসক্লাব।
সহ-সভাপতি অলি আহম্মেদ প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী বলেন, আমরা প্রেসক্লাবকে নতুন ভাবে সাজিয়ে তুলব। প্রেসক্লাব হবে সাধারণ জনগণের সহযোগিতার জন্য উন্মুক্ত একটি প্রতিষ্ঠান। যেখানে কম্পিউটার, ওয়াইফাই, বিভিন্ন ইনডোর গেমসের সরঞ্জাম ও সুবিধা সমৃদ্ধ একটি সেন্টার। সদস্যদের মধ্যে তানজিম ইসলাম, মাহমুদুল হাসান সুমন, শরীফ হাসান বলেন দোহার প্রেসক্লাবের উন্নয়নের জন্য আয়-ব্যয়ের সঠিক হিসাব নিয়মিত মেইনটেইন করতে হবে।
আলমগীর হোসেন বলেন, প্রেসক্লাব হবে গণমানুষের প্রেসক্লাব, সকল সাংবাদিক সদস্যদের জন্য দোহার প্রেসক্লাব প্রশিক্ষণের আয়োজন করবে, যাতে করে এই মহান পেশায় যারা আসবে তারা যেনো কার্যকর ভূমিকা রাখতে পারে। বিদায়ী আহবায়ক শেখ সোহেল রানা বলেন, আমার বিশ্বাস প্রেসক্লাবের বর্তমান কমিটি একটি শক্তিশালী কমিটি, তারা দ্রুতই সুন্দর একটি প্রেসক্লাব উপহার দিবে।