ঢাকার দোহার উপজেলায় পৌরসভার অধীনস্থ হাট-বাজার এলাকাগুলোকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার লক্ষ্যে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ইউসুফপুর বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক তাসফিক সিবগাত উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক তাসফিক সিবগাত উল্লাহ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু শহরের সৌন্দর্য বাড়ায় না, এটি নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাট-বাজার ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাজারের ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত জীবাণুনাশক ছিটানোর ওপর জোর দিতে হবে। কারণ, শুধু মশা মারলে হবে না, বরং মশা যাতে বংশবৃদ্ধি করতে না পারে সেই ব্যবস্থাও নিতে হবে।
তিনি বলেন, দোহার পৌরসভার আওতাধীন অন্যান্য হাট-বাজারেও পর্যায়ক্রমে এ অভিযান পরিচালিত হবে। প্রতিটি বাজার এলাকায় মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধনের কার্যক্রম চলবে। পাশাপাশি বাজার ব্যবসায়ীদের দাবি ওয়াশরুম স্থাপনেরও প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নির্বাহী ইঞ্জিনিয়ার এমএম মামুনুর রশীদ, সহকারী ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম, ইউসুফপুর বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দসহ বাজারের ব্যবসায়ী ও পৌরসভার সেবাকর্মীরা।


Reporter Name 























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































