আব্দুর রাহিম : ঢাকার দোহার উপজেলায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে জয়পাড়া চৌধুরী হাইটস্ মার্কেটের ২য় তলায় জয়পাড়া রক্তদাতা সংগঠনের আয়োজনে এ জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালন করা হয়।এ সময় জয়পাড়া রক্তদাতা সংগঠনের সভাপতি নিরব মোদকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জয়পাড়া রক্তদাতা সংগঠনের প্রধান উপদেষ্টা ডক্টর জসিম উদ্দিন, উপদেষ্টা মন্ডলী সদস্য ডক্টর খোকন, আতিকুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, জয়পাড়া রক্তদাতা সংগঠন একটি সামাজিক সংগঠন। মানুষের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান করতে ছুটে যায় বহুদূর। এমনিভাবে আগামি দিনের পথচলায় এই সংগঠন আরো এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।
সংগঠনটির সভাপতি নীরব মোদক বলেন, আমাদের এই মানবতার কাজ চলমান থাকবে। সামনে এর পরিধি দিন দিন বৃদ্ধি করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। জয়পাড়া রক্তদাতা সংগঠন আছে, ছিল, ইনশাল্লাহ সামনেও অসহায় সহ সকল মানুষের পাশে থাকবে।
আরো উপস্থিত ছিলেন বন্ধন সেবা সংগঠন, নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠন, অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠন, মধুচর একতা সংঘ, বিডি ক্লিন, ইউথ ব্লাড ডোনার ক্লাবের সকল সদস্যবৃন্দ ও জয়পাড়া ক্লিনিক, আশা ক্লিনিক, মুক্তি ক্লিনিক, ডি এন মেডিক্যাল সার্ভিস কর্তৃপক্ষ সহ জয়পাড়া রক্তদাতা সংগঠনের সকল সদস্যবৃন্দ ।
পরে জয়পাড়া রক্তদাতা সংগঠনের সক্রিয় দায়িত্ববান কর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































