ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১১ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে । এছাড়া বয়স কম থাকায় তিন কিশোরকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) পদ্মা নদীতে কোস্ট গার্ড সদস্যদের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় জব্দ করা হয় ৬০ কেজি মা ইলিশ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল। জব্দকৃত ইলিশ মাহমুদপুর আশ্রয়ন প্রকল্পে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
অপরদিকে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় মা ইলিশ ধরার অভিযোগে আরো ৫ জন জেলেকে আটক করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় নদী থেকে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন সুলতানা মুন্নি জানান, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৎস বিভাগ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রাত থেকে সকাল পর্যন্ত দোহার উপজেলার পদ্মা নদীর সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে।


Reporter Name 
























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































