ঢাকার দোহার উপজেলায় বান্ধবীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ২০ ঘন্টা পর ভেসে উঠলো দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইত্তেফার লাশ।
রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চর পুরুলিয়া চারঘাটা এলাকায় পদ্মার শাখা খালে ভাসমান অবস্থায় ইত্তেফার মরদেহ উদ্ধার করা হয়। ইত্তেফা চর পুরুলিয়া এলাকার ইসলাম শিকদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, ইত্তেফার সৎ মা নিষেধ করার পরও শনিবার দুপুরে ইত্তেফা এবং তার বান্ধবী মারুফা ও রাইসা মিলে বাড়ির পাশে খালে গোসল করতে যায়। এক পর্যায়ে হঠাৎ ইত্তেফা ও মারুফা পানিতে তলিয়ে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি জেলে নৌকা থেকে মারুফাকে টেনে তুলতে পারলেও গভীর পানিতে তলিয়ে যায় ইত্তেফা। এ ঘটনায় এলাকাবাসীসহ ডুবুরি দল অনেক খোজাঁর পরও ইত্তেফাকে পানি থেকে উদ্ধার করতে পারেনি। পরে রবিবার সকালে ইত্তেফার মরদেহটি এলাকাবাসী ভাসমান অবস্থায় দেখে পরিবারকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করেন।
শিশু ইত্তেফার মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।


Reporter Name 
























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































