ঢাকার দোহার উপজেলায় ডাঃ ফয়েজ আহমেদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শ্রীনগর ফ্রেন্ডস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে দুবলী ক্রীড়া যুব সংঘ ।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আউলিয়াবাদ চির সবুজ সংঘের আয়োজনে উক্ত সংঘের খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মাসুদ পারভেজ।
খেলায় দুবলী ক্রীড়া যুব সংঘ বনাম শ্রীনগর ফ্রেন্ডস একাদশ দল দুটি অংশগ্রহণ করে। পরে শ্রীনগর ফ্রেন্ডস একাদশকে ১-৩ গোলে হারিয়ে দুবলী ক্রীড়া যুব সংঘ চ্যাম্পিয়ান হয়। খেলায় ফুটবল খেলা প্রেমী দর্শকদের উপস্থিতি দেখা গিয়েছে চোখে পড়ার মতো। দোহার-নবাবগঞ্জে ফুটবল খেলা যেন দর্শকদের প্রাণ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিসিএল এগ্রো এন্ড তানভীর কনস্ট্রাকশনের কর্ণধার তানভীর আহমেদ সানু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ এরা ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, স্পেশাল জজ আদালত ১০ ঢাকার প্রধান আইন কর্মকর্তা অ্যাড: মোঃ মোয়াজ্জেম হোসেন,বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডাঃ দেওয়ান শহিদুজ্জামান,অর্থ মন্ত্রণালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, দোহার পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন, সমাজ সেবক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, জাতীয় নৌকা বাইচ ঐক্য পরিষদের সভাপতি মো. লিমন সিকদার, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কুয়াকাটা সিকদার রিসোর্টের জেনারেল ম্যানেজার মো.আল আমিন খান,জয়পাড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, সমাজ সেবক মো. বিল্লাল হোসেনসহ চির সবুজ সংঘের সদস্যবৃন্দ। পরে খেলায় চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ


নিজস্ব প্রতিবেদক: 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































