ঢাকার দোহার উপজেলায় টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। এ সময় টিকা দানের গুরুত্ব তুলে ধরে তানিয়া তাবাসসুম বলেন, টিকা দান কর্মসূচির মাধ্যমেই কিন্তু গুটি বসন্ত পৃথিবী থেকে চলে গেছে। এখন আমরা দাবি করে বলতে পারি, মোটামুটি এ টিকা দান কর্মসূচির মাধ্যমেই শতভাগ গুটি বসন্ত দূর করা সম্ভব হয়েছে। ভ্যাকসিন নিলেই আমাদের শরীরে রোগপ্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। এখন টাইফয়েড প্রতিরোধেও আমাদের একইভাবে এগিয়ে আসতে হবে।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও মো. ইয়াছিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশারফ হোসেন, ডা. হারুনুর রশীদ, দোহার থানার ওসি (তদন্ত) নুরুন্নবী ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান, এসআই মাহতাব হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।