আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল বিএনপি ও জাকের পার্টি। বেলা সাড়ে ১১টার দিকে জাকের পার্টির দলীয় মনোনিত প্রার্থী লুৎফর রহমান ও সাড়ে ১২টার দিকে তৃনমুল বিএনপির মুফিদ খান ঢাকার নবাবগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মো. মতিউর রহমানের নিকট তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
জাকের পার্টির ছাত্রফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে বৃহৎ একটি রাজনৈতিক দল অংশ গ্রহন করছে না। তাই নির্বাচনটি আমাদের কাছে চ্যালেঞ্জিং। কারণ এ নির্বাচনে ভোটাররা ভোট দিতে আসবে কি না সন্ধেহ রয়েছে। তিনি আরোও বলেন, আমি যদি নির্বাচিত হই দোহার-নবাবগঞ্জে অনেক বেকার সমস্যা রয়েছে। আমি এই বেকারত্ব দূরীকরণে কার্যত ব্যবস্থা গ্রহন করবো। আমি বিশ্বাস করি দোহার-নবাবগঞ্জবাসী আমাকে অবশ্যই ভোট দিয়ে জয়লাভ করবে।
তৃনমুল বিএনপির সদস্য মুফিদ খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি প্রথমে বিএনপির নেতা ছিলাম। কিন্তু বিএনপি আমাকে সেভাবে মূল্যায়ন করেনি। তাই তৃণমূলে যোগদান করে প্রার্থী হয়েছি। আমি জয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদী।