ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোহার-নবাবগঞ্জ ঢাকা -১ আসনের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার কাশিমপুর তাজমিন কমিউনিটি সেন্টারে দোহার ও নবাবগঞ্জ উপজেলার দলের তৃণমূলদের অংগ্রহণে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি আগে স্থানীয় নির্বাচন হতে হবে। যদি এর আগে জাতীয় নির্বাচন হয় তাহলে এমপিদের পছন্দের প্রার্থীকে জিতিয়ে তারা তাবেদার বানিয়ে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করবে। আমরা আরো দাবী জানিয়েছি সংখ্যানুপাতিক নির্বাচন হতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আলহাজ হাফেজ মো. জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নবাবগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মো. শাহজাহান, সেক্রেটারী মো. বাবুল হোসেন, পূর্ব শাখার সভাপতি মো. কবির শিকদার, সেক্রেটারী মুফতি শেখ বোরহান উদ্দিন
দোহার উপজেলার সভাপতি হাফেজ মিজানুর রহমান সেক্রেটারী মেরাজ হোসাইন, পৌরসভার সভাপতি মাওলানা নুরুল ইসলাম সেক্রেটারী আব্দুল মালেকসহ দুই উপজেলার তৃণমূলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতামতের ফলাফল কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে পরে জানানো হবে বলেন জানান উপস্থিত অতিথিবৃন্দরা।