ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার দায়িত্বশীলদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জয়পাড়ার আইএবি মিলনায়তনে এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আ.মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার প্রশিক্ষন সম্পাদক নুর আলম সিদ্দিকি।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি মাসউদুর রহমান সিদ্দিকি, সহ সভাপতি ডা.বিল্লাল হোসেন, জয়েন্ট সেক্রেটারী মো.মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক কারী ইদ্রীস আহমদ, অর্থসম্পাদক মো.মজিবুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাসুদ জালাল, দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারী আমজাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মো. জামাল হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. মতিউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. রাহাত, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ প্রমুখ।