সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইউপি সদস্যের বাড়িতে দিন দুপুরে চুরির সংগঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আজিমপুর গ্রামের প্যারাডাইস সিনেমা হল এলাকার তালেবপুর ইউপি সদস্য হুমায়ূন কবিরের বাসায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ৫লক্ষ টাকা ও ২৩ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে চুরেরা।
ভুক্তভোগী ইউপি সদস্য হুমায়ূন জানান, মঙ্গলবার বিকেলে বাসায় তালা দিয়ে পরিবার নিয়ে পুরাতন বাড়ি উপজেলার তালেবপুর এলাকায় যাই। বুধবার কেয়ার ট্রেকার নাজমুল বাসার তালা ভাঙ্গা বলে খবর দেয়। আমি দ্রুত বাসায় ফিরে তালা ভাঙ্গা রুমে ঢুকে আলমারি ও আসবাবপত্র এলোমেলা দেখতে পাই এবং আলমারিতে থাকা ৫ লক্ষ টাকা ও ২৩ ভরি স্বর্ণালংকার নিয়ে বক্স ফেলে রেখে যায় ।
খবর পেয়ে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ও ওসি (তদন্ত) মো.আবুল কালাম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনানুগ ব্যবস্থার আশ্বাস দেন।