নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে ভিজিডি চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাহ্রা ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ১৪৩ জন গরীব, অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে মাসিক ৩০ কেজি হারে ভিজিডি চাউল বিতরণ করা হয়।
কার্যক্রমটি উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও বাহ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. ড. মো. সাফিল উদ্দিন মিয়া।
এসময় অ্যাড. ড. মো. সাফিল উদ্দিন মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষদের জন্য এই বিশেষ কার্যক্রমটি চালু করেছেন বিধায় আজ কেউ অনাহারে বা খাদ্য অভাবে মারা যায় না। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আমাদের প্রাণের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপির জন্য দোয়া করবেন।
ভিজিডি চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহ্রা ইউপি সচিব শরীফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দীপু, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা সিকিম আলী, ঢাকা জেলা তাতী লীগের সহ-সভাপতি কার্জন আহমেদসহ আরও অনেকেই ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































