নিজস্ব প্রতিনিধি : ঢাকা দোহার উপজেলায় পৌরসভার অর্থয়ানে ২৬ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে পৌররাস্তা ও ড্রেনেজ সম্প্রসারিত কাজের শুভ উদ্বোধন করেন মাননীয় সাংসদ সালমান ফজলুর রহামানের পক্ষে তার অত্যন্ত আস্তাবাজনব্যক্তি দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপেক্স প্রবেশপথ হতে স্বাস্থ্য ভবনের শেষ পর্যন্ত গিয়ে রাস্তা ও ড্রেনসম্প্রসারিত কাজ সমাপ্তি হয় । রাস্তা ও ড্রেনের দের্ঘ্য ৮৫ মি. এবং প্রস্থ ৬.১৫ মিটার। বুধবার বিকেলে এ কাজের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ আব্দুল রহিম মিয়া, পৌর প্রকৌশলী মশিউর রহমান, আলমাছ কমিশনার, রাহিম কমিশনার,আনোয়ার কমিশনার প্রমুখ।