সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ সদর থানা বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ গ্রামের জনৈক আব্দুল মালেকের বাড়িতে শনিবার রাতে চুরি করে অজ্ঞাতনামা চোরের দল পালানোর সময় তার ছোট ভাই তারা মিয়া (৪২) চোরের পিছনে ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া এডিসি ইটভাটা এলাকায় পৌছালে চোরের দল রড দিয়ে গৃহকর্তা মো.তারা মিয়াকে মাথায় আঘাত করে পালিয়ে যায় ।
পরে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে তার মৃত্য হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করার পূর্বে রবিবার সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম ও ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম পিপিএম নেতৃত্বে এসআই আ:রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত ২ জনকে আটক করেন।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর থানা বেতিলা-মিতরা ইউনিয়নের পূর্ব অরঙ্গবাদ গ্রামের মোকসেদ আলীর ছেলে জাহিদ হোসেন(২৭) একই এলাকার মৃত.রহিজ উদ্দিনের ছেলে শরিফ(২৬)। বিষয়টি গতকাল সোমবার সকাল ১১ টার দিকে ওসি সফিকুল ইসলাম মোল্যা থানা চত্বর গোলঘরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেন
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা আরও বলেন- হত্যাকারিরা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিহত তারা মিয়ার ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আদালতে পুলিশ রিপোর্ট(সিএস) প্রেরনের চেষ্টা অব্যাহত আছে।