কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ স্বাধীনতা পদক পাওয়ায় ঢাকার কেরানীগঞ্জে আজ বৃহস্পতিবার দুপুরে কোনা খোলা উপজেলা সদরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে এসে শেষ হয়।এসময় সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলে নেতৃত্বদানকারীদের মধ্যে ছিলেন রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, তোফায়েল আহমেদ, হারুন-অর-রশিদ পিন্টু, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান অমিত, যুবলীগ নেতা জামাল হোসেন,মোহাম্মদ খোরশেসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ ।
সারাদেশব্যাপী শতভাগ বিদ্যুতায়ন এর জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে এই স্বাধীনতা পদক গ্রহণ করেন।