নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের ইতিহাসের একটি সোনালী অর্জন। যে ইতিহাসের জন্ম দিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুক্রবার দুপুরে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু সারা জীবন দেশ বাঙালিদের উন্নয়নের স্বার্থে কাজ করেছেন। কিন্তু পাকবাহিনী বাঙালিদের সকল অধিকার থেকে বঞ্চিত রাখতো। ফলে পাকস্তানিদের কাছ থেকে বাঙালিদের সকল অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। সেই ডাক থেকেই শুরু হয় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ থেকেই আজকের এই স্বাধীনতা।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক (ভূমি) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক ডা. খান মো. আব্দুল মান্নান, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহা-ব্যবস্থাপক আব্দুর রউফ মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. বেলাল হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এইচএম মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জ্যোতি বিকাশ চন্দ্র।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রীর প্রথম অধিবেশন শুরু হয়। পরে বেলা ১০টার দিকে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫০টি বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ান্তির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক গণপরিষদ সদস্য আবু মো. সুবেদ আলী টিপু, সাবেক এমপি হারুন-উর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. শাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মুস্তফা শিমুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ায়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।