নিজস্ব প্রতিবেদক: বর্ণমালা বিদ্যালয়ের অঙ্গীকার, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলার কিছু উদ্যমী স্বেচ্ছাসেবী তরুণদের পরিচালানায় বর্ণমালা বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চালনাই মাঝিরকান্দা এলাকায় সুবিধা বঞ্চিত ইটভাটার শিশুদের পাঠদানের এই বিদ্যালয়টি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা কলেজের প্রভাষক মো. সেলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, সৌদি প্রবাসী আশরাফুল ইসলাম, বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. জামান, মো. মোয়াজ, মো. শাহ আলম, সোহাগ হোসাইন হান্নান, রাফসান মাহমুদ আকাশ, মৌমিন মুন্না, জেবুন্নেসাসহ দোহার-নবাবগঞ্জের তরুন প্রজন্ম।
অনুষ্ঠান পরিচালনা করেন বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য রাজীব শরীফ।