তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.আরাফাত হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা.গুল রাওশান ফিরদৌস,সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোকতার হোসেন, সিরাজদীখান প্রেসক্লাবের সহ-সভাপতি সালাহউদ্দিন সালমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো.ফজলুল হক, রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ।