সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ সিরাজদিখানে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৯ জুলাই ) সকালে সিরাজদিখান উপজেলা মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করে। পরে আলোচনা সভা,কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ। সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফ হোসেন সুমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহসান উল্লাহ রয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাপদক আলহাজ আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, ইকবাল হোসেন সুরুজ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহিদ, শেখরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলু প্রমুখ।