মুন্সীগঞ্জ সিরাজদিখানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, আবাসিক চিকিৎসক ডাঃ এ কে এম তাইফুল হক, স্বাস্থ পরিদর্শক ইনচার্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীনেশ চন্দ্র মন্ডল, এমটি ইপিআই আলমগীর হোসেন গাজী, স্বাস্থ্য পরিদর্শক এন ইসলাম তালুকদার বক্তব্য রাখেন ।
সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,আইরিন পারভীন,সবিতা রানী দাস,মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ও সাংবাদিক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা জানান, আগামী ১২ ডিসেম্বর এক দিনের ক্যাম্পেইনে ৬ মাস হতে ১ বছরের কম বয়সী ৪,৪০৮ জন এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সী ৩১,৫২৩ জন মোট ৩৫ হাজার ৯৩১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৩৩৭ টিকাদান কেন্দ্রে ৩৪ জন টিকাদান কর্মী এবং ৬৭২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।