লতা মন্ডল- সিরাজদিখান প্রতিনিধ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে চোলাই মদসহ চায়না মন্ডল (৩৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই সাদ্দাম মোল্লা, এসআই ফায়জুর রহমান সংগীয় ফোর্স উপজেলার শিকারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২০ লিটার চোলাই মদ সহ চায়না মন্ডলকে আটক করে। আটক চায়না মন্ডল উপজেলার বড় শিকারপুর এলাকার কোমল মন্ডলের স্ত্রী।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।