সিংগাইর (মানিকগঞ্জ) : আসন্ন সিংগাইর পৌরসভা নির্বাচন পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত। এবার ভোট হচ্ছে ইভিএমএ। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২২ হাজার ৬শত ৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা-১১ হাজার ১শত ২০জন, মহিলা ভোটার সংখ্যা-১১ হাজার ৫শত ৬৫ জন। এতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-২জন। উপজেলা আ’লীগের সদস্য আবু নাঈম মো. বাশার অপরদিকে বিএনপির এ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়।
আ’লীগের নৌকা প্রতিকের প্রার্থী ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়ে রয়েছেন আলোচনার শীর্ষে। তাছাড়া প্রত্যেক ওয়ার্ডে আ’লীগের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওঠান-বৈঠক করে ভোট চেয়ে মন জয় করেছে ভোটারদের। এমনকি সে দলীয় মনোয়ন পাওয়ার আগেই ৬,৬১১টি পরিবারে ১০হাজার বক্স মাস্ক নিজ হাতে বিতরণ করে ছিল আলোচনায়।
সরেজমিনে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আ’লীগের প্রার্থী আবু নাঈম মো. বাশার প্রচার-প্রচারনা চালিয়ে ভোটারদের মন জয় করার কারণে নৌকা প্রতিকের জোয়ার অনেক বেশী। এমনকি এ নির্বাচনে সে বিজয়ী হবে এমনি আশাবাদী পৌরবাসীর। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ২৭ জন,৩টি মহিলা সংরক্ষিত আসনে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আ’লীগের প্রার্থী আবু নাঈম মো. বাশার বলেন-আ’লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমার জন্য কাজ করছে। নির্বাচন উপলক্ষে আমারও প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করার সুযোগ হয়েছে। এমকি ভোটাররাও আমাকে সমর্থন করেছে। আমি শতভাগ আশাবাদি বিজয় হব। আর বিজয় হলে পৌরবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছি আমি তা পালন করব। এবং ডিজিটাল পৌরসভা হিসেবে রূপান্তরিত করব ইনশা আল্লাহ।