সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা ২০২২-২৩ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভা কার্যালয়ে পৌর নির্বাহী কর্মকর্তা ইরানী আক্তারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আবু নাঈম মো. বাশার। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা ইরানী আক্তার ২৯ কোটি ১২ লক্ষ ২৫ হাজার ৯ শত ২৫ টাকা বাজেট ঘোষণা করেন। এতে রাজস্ব ও উন্নয়ন খাতে সম্ভব্য ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৪ লক্ষ ৭০ হাজার টাকা। উদ্ধৃত্ত দেখানো হয়েছে ১কোটি ৭ লক্ষ ৫৫ হাজার ৯শত পঁচিশ টাকা।
এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলার স্থানীয় সরকার শাখা, উপ-পরিচালক (উপ সচিব) মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ ও মো. সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল হক।
এতে আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সিংগাইর জোনাল অফিসের ডিজিএম মো. সফিকুল ইসলাম, পৌর প্যানেল মেয়র সমেজ উদ্দিন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলা আ’লীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট মিডিয়ার ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।