সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিংগাইর পৌর এলাকায় আঙ্গারিয়া মহল্লায় রোববার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- উপজেলার গোবিন্দল গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে ওবায়দুল্লাহ ও পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার মৃত দুদু মিয়ার ছেলে মো. শরীফ (৩৫)।
জানা গেছে, মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোশাররফ হোসেনের নেতৃত্বে এসআই মো. কায়সার হামিদ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া এলাকায় অভিযান চালান। এ সময় শরীফের মুদি দোকানের সামনে থেকে ওবায়দুল্লাহ ও শরীফকে আটক করে তাদের দেহ তল্লাশি করে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। সোমবার সকালে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। একই দিনে বিকেলে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আসামিদের নামে সিংগাইর থানায় ও আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।