সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মরণফাঁদ নামে পরিচিতি এ সড়কে নজুমুদ্দিন শেখ (৭০) নামের এক বৃদ্ধা যুক্ত হলেন। আজ শনিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৬ টায় উপজেলার ভূমদক্ষিণ বাজার এলাকায় বাসের ধাক্কায় সে নিহত হন। নিহত নজুমুদ্দিন ঐ এলাকার মৃত বেছা শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ভুমদক্ষিণ বাজার স্ট্যান্ড এলাকায় পৌঁছে ওভারটেকিং করার সময় দাঁড়িয়ে থাকা পথচারি নজুমুদ্দিনকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে সে রাস্তায় পরে মাথা ফেটে গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।