সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেটকারের ধাক্কায় হেলাল উদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার চর নান্দিনা গ্রামে সে ওই এলাকার শামসুদ্দিনের ছেলে বলে থানা পুলিশ নিশ্চিত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রয়ারি ) দুপুর সাড়ে ১২টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া গ্রামের আব্দুল খালেকের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের জনৈক প্রবাসী আব্দুল মান্নানের বাড়ির দিনমজুর চক থেকে সরিষার বোঝা মাথায় নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় পশ্চিম দিক থেকে ছেড়ে আসা হেমায়েতপুরগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১-০৫১০) তাকে ধাক্কা মারে। এতে দিনমজুরের মাথায় ও হাত-পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। থানা পুলিশ নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ধল্লা-ফোর্ডনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন বলেন, প্রাইভেটকার আটকসহ চালক আল-আমিনের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা নেয়া হবে।