মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সড়ক র্দূঘটনায় মোটরসাইকেল আরোহী রাহাত (২২) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্য হয়েছে। মোটরসাইকেলের পিছনে থাকা সালাম (২৬) গুরুতর আহত অবস্থা সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে।
আজ বুধবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর এলাকার ঋষিপাড়া ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত উপজেলার গোবিন্ধল কৃষানপাড়া গ্রামের মাওলানা মো.ইউসুফ মিয়ার ছেলে। আহত সালাম একই এলাকার মো.আয়ূব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাহাত ও তার আপন চাচাতো ভাই সালাম মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিংগাইর ঋষিপাড়া এলাকায় পৌছালে একটি বাস গাড়ি অভার ট্রেকিং করতে গেলে সামনে মানিকগঞ্জ মুখী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাহাত ছিটকে রাস্তার দক্ষিন পাশের রেলিংয়ের সাথে মাথায় মারাত্মক আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। সাথে থাকা অপর জন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের দু,জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন অপরজনের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার উপ-পুলিশ পরিদর্শক মো.জহিরুল হক বলেন-আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।