নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে বিশিষ্ঠ ব্যবসায়ী, শিল্পপতি ও দানবীর দেওয়ান জাহিদ আহ্মেদ এর নিজস্ব অর্থায়নে অসহায় নারী ও পুরুষদের কর্মসংস্থান গড়ার লক্ষ্যে ২৫০টি সেলাই মেশিন, ১২টি ইজিবাইক বিতরণ করেছেন। শুক্রবার সকাল ১১ টার দিকে মাসুদুর রহমানের সঞ্চালনায় বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু এর সভাপতিত্বে উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্নব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি দেওয়ান জাহিদ আহ্মেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা, বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, জার্মিত্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সিংগাইর পৌর সভা প্যানেল মেয়র মো. সমেজ উদ্দিনসহ পৌর কাউন্সিলরগণ, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ।