নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ২টি বে-সরকারি প্রতিষ্ঠান থেকে ফ্রি-মেডিকেল ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা জয়নগর এলাকায় আবিষ্কার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও জ্যাকেট বিতরণ ও আনসার-জিনাতন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অত্র এলাকার গরিব রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগ নির্নয় করে রোগীদের বিভিন্ন ঔষধ দেয়া হয়েছে। চিকিৎসা নিতে আশা রাহেলা (৭০) ও আলেকজান (৬৫) বলেন-আমাদের দেখে ১ মাসের ঔষধ দিছে।
আবিষ্কার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মমি আনসারী বলেন-২০১৭ সালে আমাদের এটা প্রতিষ্ঠিত। বিভিন্ন দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতায় করাই আমাদের একমাত্র লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন তালেবপুর ইউপি ৭,৮,৯ সংরক্ষিত আসনের রেখা বেগম, আনসার-জিনাতন মেমোরিয়াল ট্রাস্টের সদস্য মো. তুহিনুর ইসলাম ও হিজবুল ইসলাম মানিক। আবিষ্কার ফাউন্ডেশনের পক্ষে ছিলেন ডা. আফিফা হাবিব শাওন, ডা. ফজলে রায়হান, ডা. সাইফুল ইসলাম সাইফ, ডা. ওমর খোয়েম, ডা. জাহিদ মাহমুদ অর্ক, ডা. লিখন, ডা. গোলাম মোর্সেদ বায়জিদ ও মারহামা রশিদ। অন্যান্যদের মধ্যে ছিলেন-সেচ্চাসেবক আবু হানিফ, নাজমুল হাসান, এনামুল প্রমুখ।