নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ভায়া চারিগ্রাম সড়কের আলম মার্ডার ব্রীজ সংলগ্ন সোলার লাইট স্থাপন করা হয়েছে। শনিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে চারিগ্রাম ইউপি চেয়ারম্যানের উদ্যোগে এ সোলার স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান মো. রিপন, সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইর ভায়া চারিগ্রাম সড়কের দাশেরহাটি আলম মার্ডার ব্রীজ এলাকা ফাঁকা থাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতির ঘটনাসহ দুর্বৃত্তরা নিরাপদ স্থান বেছে নিয়ে অজ্ঞাত লাশ ফেলে রাখতো প্রতিনিয়ত। বিষয়টি প্রশাসনের নজরে এলে চারিগ্রাম ইউপি চেয়ারম্যানের উদ্যেগে সোলার লাইট স্থাপন করেন। এতে করে অপরাধের মত ঘটনা লাগব হবে বলে স্থানীয়দের ধারনা।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান দেওয়ান মো. রিপন জানান, দীর্ঘদিন যাবৎ এ ফাঁকা রাস্তায় লাইটিং ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা বিভিন্ন অপরাধ করে থাকতো। এই সোলার লাইট স্থাপন করায় এখন থেকে বিভিন্ন অপরাধ লাগব হবে আশা করা করছি।