সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে আলামীন (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ড গোবিন্ধল নতুন বাজার মসজিদের পিছনে জনৈক ইসমাইল হোসেনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত-আলামীন (২২) উপজেলার গোবিন্ধল এলাকার ডুবাইল কদমতলা গ্রামের লেবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামীন দীর্ঘদিন আগে সড়ক দুর্ঘটনায় ভারসাম্য হারিয়ে ফেলে। সেই থেকে যা মন চায় তাই করে। বাড়িতেও নিয়মিত থাকে না। শুক্রবার বিকালে বাবা, মার সাথে পার্শ্ববর্তী এলাকায় নিজ বাড়িতে যায়। সেখান থেকে খাওয়া দাওয়া করে আলামীন আগেই ভাড়া বাসায় চলে আসে। তার বাবা, মা ঘণ্টা খানেক পর এসে দেখে ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে পাশের রুমে গিয়ে উঁকি মেরে দেখতে পায় ঘরের আঁড়ার সাথে ফাঁসে ঝুলছে আলামীন।
পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো. রেজাউল হক ও ওসি সফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে পুলিশ উপ-পরির্দশক মো. বখতিয়ার হোসেন বলেন- ময়না তদন্তের রির্পোট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।