সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মেসার্স মোহনা ফিলিং স্টেশনে ওজন পরিমাপ কম দেয়ায় অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিন জাইল্যা এলাকার প্রেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আব্দুল কাইয়ূম খান।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন জাইল্যা এলাকার মোহনা প্রেট্রোল পাম্পে ওজন পরিমাপ কম দেয়ার বিষয়টি প্রশাসন জানতে পারেন। পরে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পায়। এসময় ঐ পাম্পে বিশ হাজার টাকা অর্থদণ্ড করে আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাইয়ূম খান বিষয়টি নিশ্চিত করে বলেন,আমাদের এ অভিযান অব্যাহত থাকবে