সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল দুর্ঘটনায় হীরামতি (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ( ২৯ নভেম্বর) দুপুর ১ টার দিকে জয়মন্টপ ইউনিয়নের রামনগর বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই এলাকার আসাদুন বাবুর স্ত্রী।
জানা গেছে, পার্শবর্তী কানাইনগর গ্রামের মোন্নাফ মেম্বারের ছেলে রুবেলের (২৮) মোটরসাইকেলে সোবান ও সাইদুলসহ ৩জন বেপরোয়া গতিতে পিছন দিক থেকে ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। চালকসহ ৩ জনই আহত হয়। এদের মধ্যে রুবেল ও সাইদুলকে সাভারস্থ সুপার হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের ৩ জনই মদ্যপ অবস্থায় ছিল। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।