সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি: ওয়েভ ফাউনেন্ডশনের কৃষি ইউনিটের আওতায় নিরাপদ ফসল উৎপাদন‚ সংরক্ষণ‚ প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জের সিংগাইরে মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০ টার দিকে কৃষি ইউনিট ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পৌর এলাকার ঘোনাপাড়ায় গ্রীস্মকালীন তরমুজ (বেবি তরমুজ) চাষ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুরাইয়া নিশাত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,অত্র ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালেহ আহমেদ। আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে আগত নিরাপদ সবজি উৎপাদনকারী চাষীরা এবং ওয়েভ ফাউন্ডেশনের কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহ-কৃষি কর্মকর্তা মো: মতিউর রহমান, লোকমোর্চা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: হাবিবুল ইসলাম ।
উক্ত অনুষ্ঠানে গ্রীষ্মকালীন তরমুজ চাষী মো.কবির হোসেন তরমুজ চাষের বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরেন। আলোচনা শেষে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষকদেরকে নিয়ে গ্রীষ্মকালীন তরমুজ ক্ষেতে গমন করেন । তিনি কৃষকদেরকে গ্রীষ্মকালীন তরমুজ সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।