সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মধুমতি ব্যাংক ডিজিটাল পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা গেট হামিদের বিল্ডিংয়ের নিচতলা “মধুমতি ব্যাংক” লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম এর সভাপতিত্বে মেসার্স সরকার ট্রেডার্স ডিজিটাল পয়েন্টের ফিতা কেটে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুমতি ব্যাংক লিমিটেডের সন্মানিত পরিচালক, পরিচালনা পর্ষদ এ মান্নান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো. বাশার ও মধুমতি ব্যাংক লিমিটেড সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাহীন হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংক লি: এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসেন, সহকারী ভাইস প্রেসিডেন্ট বিজনেজ সাজিদুল হাসিব স্বাধীন, সি. অফিসার সফিকুল ইসলাম, অফিসার রিফাত তালুকদার, অফিসার অনিক সাহা, মধুমতি ব্যাংক লিমিটেড সিংগাইর শাখা ব্যবস্থাপক প্রেমাশিস দাস, এজেন্ট কর্মকর্তা আফরিন সুলতানা, সিংগাইর উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, পৌর আ’লীগের সভাপতি আব্দুস সালাম খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মোল্লা, পৌর কাউন্সিলর মো. আতাউর রহমান, গিয়াসউদ্দিন, রিয়াজুল ইসলাম, কামাল হোসেন, শামচুল ইসলাম, রেজাউল করিম টিটু, মহিলা কাউন্সিলর পারুল আক্তার, তাসরিন নাহার, আলেয়া বেগম, পৌর সচিব তায়েব আলী, সহকারী প্রকৌশলী শফি মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাতেন, সমাজসেবক মো. শামচুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি মো. ইলিয়াছ হোসেন লিটন, মেরিন ইঞ্জিনিয়ার কামরুল হাসানসহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।