সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ভোটার তালিকা হালনাগাদ করতে সুপারভাইজারদের একদিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২৭ জুন সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সিংগাইর সরকারি কলেজের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্নব, সিংগাইর কলেজের অধ্যক্ষ মো. নুরুদ্দিন ও উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ. মাহবুব রোমান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে আগামী ১ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ করনে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এ ব্যাপারে নিয়োগকৃত ২৪ জন সুপারভাইজার, ১৭৭ জন তথ্য সংগ্রহকারীদেরকে প্রশিক্ষণ দেন জেলা নির্বাচন অফিসার।