সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে রতন মিয়া (৩৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে সায়েস্তা ইউনিয়নের কানাইনগর চকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার নবীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রতন অন্যান্য শ্রমিকদের সঙ্গে নিয়ে ওই চকে বাচ্চু মিয়ার ধান কাটছিলেন। বেলা ১টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত হন। তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা এ ঘটনা নিশ্চিত করেন।