সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : “পিতা দিয়েছে স্বাধীন স্বদেশ’তুমি দিয়েছো আলো” এ শ্লোগানকে বুকে ধারন করে মানিকগঞ্জের সিংগাইরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠকন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নিউ মার্কেট কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ এর সঞ্চালনায় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করেন সেই সাথে সরকারে উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উপস্থিত ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা করেন ।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিপি। অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম আপেল ও অ্যাডভোকেট বাদরুল ইসলাম বাবুল, সাংগঠনিক কাজী এনায়েত হোসেন টিপু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, সাবেক সাংগঠনিক জাহিদ খান উজ্জ্বল, আওয়ামী-যুবলীগের সভাপতি তমিজউদ্দিন, সাবেক কাউন্সিলর মীর কাউছার আহমেদ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা জাহান, সাবেক জেলা পরিষদের সদস্য চায়না আক্তার, তালেবপুর ইউপি চেয়ারম্যান রমজান আলী, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. মো. শাহাদৎ হোসেন, ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া, জামশা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, জার্মিত্তা ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন, সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কাটা ও বৃক্ষ বিতরণ করা হয়।