মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : অগ্রনী ট্রেডিং কোম্পানি লিমিটেড মানিকগঞ্জ কর্তৃক “প্রজেক্ট নীর” এর উদ্যােগে সিংগাইরে ৪টি পানির টিউবওয়েল স্থাপন করেন। তারই ধারাবাহিকতায় সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা সংলগ্ন খলিল ভবনের উত্তর পাশে সুপেয় পানির টিউবওয়েলের শুভ উদ্বোধন করেন সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো. বাশার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পৌর সচিব বেগম ইরানি আক্তার, বিএটিবি এর টেরিটরি অফিসার মৃত্তিকা সাদি, অগ্রনী ট্রেডিং কোম্পানি লিমিটেডের সিও মো. সামসুদ্দিন খান নাসিম, বিজনেস ম্যানেজার সৈয়দ রায়হান আহমেদ, সিকিউরিটি এন্ড পাবলিক রিলেশন হেড মো. সাজেদুল আলম, ম্যানেজার ইনচার্জ আজিজুর রহমান ও সেলস ম্যানেজার মো. ইলিয়াস হোসেন প্রমুখ।